ত্রিপোলি বন্দরে সিরিয়ার জাহাজ, জব্দের নির্দেশ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৫, রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১৬ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

প্রায় ১০ হাজার টন শস্য নিয়ে লেবাননের ত্রিপোলি বন্দরে নোঙর করা সিরিয়ার পতাকাবাহী জাহাজটিকে…

প্রায় ১০ হাজার টন শস্য নিয়ে লেবাননের ত্রিপোলি বন্দরে নোঙর করা সিরিয়ার পতাকাবাহী জাহাজটিকে জব্দ করার নির্দেশ দিয়েছে লেবাননের একজন প্রসিকিউটর।

ইউক্রেন থেকে এসব শস্য চুরি করে লেবাননে নিয়ে আসা হয়েছে বলে লেবাননে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বৃহস্পতিবার দাবি করেন।

অন্যদিকে, ইউক্রেন থেকে এসব শস্য চুরি করা হয়নি। এসব রাশিয়ায় উৎপাদিত গম ও বার্লি বলে তুরস্ক ভিত্তিক একটি বাণিজ্য প্রতিষ্ঠান জানিয়েছে।

বিষয়টি নিষ্পত্তির জন্য প্রসিকিউটর ঘাসান ওইদাত পুলিশকে চলতি সপ্তাহের শুরুতে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা বলেছেন।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জাহাজটি জব্দ করে রাখা হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন।

সিরিয়ার পতাকাবাহী জাহাজটিতে থাকা শস্য রাশিয়ান বাহিনীর দখলকৃত একটি অঞ্চল থেকে নেওয়া হয়েছিল বলে দাবি ওঠার পর লেবাননের পুলিশকে ইউক্রেনের দূতাবাসের সঙ্গে পরামর্শ করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছিল।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়