ভারতের মধ্যপ্রদেশে হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৮
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ভারতের মধ্যপ্রদেশে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে অন্তত আটজন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
ভারতের মধ্যপ্রদেশে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে অন্তত আটজন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকালে জবলপুরের দামোহ নাকা এলাকার কাছে নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে আগুন লাগে। আগুনে পাঁচজন রোগী ও তিনজন হাসপাতালের কর্মী নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে জবলপুরের চিফ সুপারিনটেনডেন্ট অখিলেশ গৌর বলেন, সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের ভেতরে আটকে থাকা সবাইকে পুলিশ উদ্ধার করেছে। আগুন নেভানো হয়েছে বলেও জানান তিনি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলেও জানিয়েছেন তিনি।
দিনবদলবিডি/এইচএআর