প্রায় ৪ কোটি মানুষ বুস্টার ডোজের আওতায়
দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ
দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা পেয়েছেন প্রায় ৪ কোটি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।
সোমবার (১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ৭৪ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৫ লাখ ৫৬ হাজার ১০০ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন তিন কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জন।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮ হাজার ৫৮৯ জনকে, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ২৯ হাজার ৮৪৬ জনকে। এছাড়া বুস্টার ডোজ টিকা পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭০৫ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
এদিকে গত একদিনে (১ আগস্ট) সারাদেশে বুস্টার ডোজ নিয়েছেন ১ লাখ ৩০ হাজারের অধিক মানুষ।
দিনবদলবিডি/আরএজে