অবৈধ সম্পদ অর্জন

খুলনায় স্ত্রীসহ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৪, বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১৯ শ্রাবণ ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশে গোয়েন্দা শাখার সাবেক উপ-পরিদর্শক মো.আলী আকবর শেখ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে।

খুলনায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশে গোয়েন্দা শাখার সাবেক উপ-পরিদর্শক মো.আলী আকবর শেখ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে।

আজ বুধবার (৩ আগস্ট) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারি পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, নগরীর পশ্চিম টুটপাড়া মেইন রোডের আঞ্জুমান মঞ্জিলের (হোল্ডিং নং-১৮/২) বাসিন্দা পুলিশের এসআই মো. আলী আকবর শেখ (সাময়িক বরখাস্ত) ও তার স্ত্রী নাজমা আকবরের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ২১ লাখ ৮২ হাজার ৯৪৩ টাকার অবৈধ সম্পদ গোপন করা ও মিথ্যা তথ্য প্রদানসহ ৮৮ লাখ ২২ হাজার ৯৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) এবং ২৬(২) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, দায়িত্বরত অবস্থায় আলী আকবরের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও চাঁদাবাজির অসংখ্য অভিযোগ ওঠে। অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে সত্যতা প্রমাণিত হলে ২০১১ সালের ২১ সেপ্টেম্বর আকবরকে সম্পদ বিবরণী দুদকে জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়