বউয়ের রাগ ভাঙাতে ছুটির আবেদন!

রকমারি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৮, বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ২০ শ্রাবণ ১৪২৯
কেরানির সেই আবেদনপত্র -ছবি: সংগৃহীত

কেরানির সেই আবেদনপত্র -ছবি: সংগৃহীত

বউ আমার উপর রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে। ওর রাগ ভাঙাতে হবে। দয়া করে তিন দিনের ছুটি দিন…

রেগে গিয়ে ছেলেমেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে বউ। রাগ ভাঙাতে মরিয়া স্বামী। এই জন্য ছুটি চেয়ে বসকে উদ্দেশ্য করে লিখলেন, ‘বউ আমার উপর রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে। ওর রাগ ভাঙাতে হবে। দয়া করে তিন দিনের ছুটি দিন।

সাধারণত অসুস্থ হলে, পরিবারে কোনো ঘটনা ঘটলে, বা ঘুরতে যাওয়ার জন্য বসের কাছে ছুটির আবেদন করেন কর্মীরা। কিন্তু সেই সমস্ত আবেদনকে ছাপিয়ে গিয়েছে উত্তরপ্রদেশের কানপুরের এক কেরানির এই আবেদনপত্র।

নাম শামশাদ আহমেদ। ব্লক অফিসে কেরানির কাজ করেন তিনি। কয়েক দিন আগে বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। দুই মেয়েকে সঙ্গে নিয়ে শামশাদের স্ত্রী বাপের বাড়ি চলে যান। বিষয়টি নিয়ে খুবই বিচলিত হয়ে পড়েন শামশাদ। কী করবেন ভেবে পাচ্ছিলেন না। শেষমেশ আসল কারণ জানিয়ে ৪ অগস্ট থেকে ৬ অগস্ট পর্যন্ত বসকে ছুটির আবেদন জানান তিনি। 

তবে শামশাদের এমন আবেদন ফেরাতে পারেননি তার বস। ছুটি মঞ্জুর হয়েছে শামশাদের। সূত্র: আনন্দবাজার

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়