ফের টসে হার, ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টসে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শুরুতেও সেই টসভাগ্য সঙ্গ দিলো না সফরকারীদের। অধিনায়ক তামিম ইকবাল টসে হেরেছেন…
টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টসে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শুরুতেও সেই টসভাগ্য সঙ্গ দিলো না সফরকারীদের। অধিনায়ক তামিম ইকবাল টসে হেরেছেন। জিম্বাবুয়ে অধিনায়ক রেজিস চাকাভা টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
এদিকে, দুই দলের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। অতীতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৭৮ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। এর মধ্যে বাংলাদেশ জয় পায় ৫০টিতে আর ২৮টিতে জয় পায় জিম্বাবুয়ে।
তাই স্বাভাবিকভাবেই ফেবারিটের তকমা থাকছে বাংলাদেশের গায়ে। তবে টি-টোয়েন্টি সিরিজে হারায় ওয়ানডেতে সতর্ক-সাবধানী থাকার বার্তা দিয়েছেন অধিনায়ক তামিম।
দিনবদলবিডি/Rony