তামিম-লিটন জুটিতে বাংলাদেশের দারুণ শুরু
স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ
তামিম-লিটনে সাবধানী শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে প্রথম বাউন্ডারি আসে তামিমের ব্যাট থেকে। দ্বিতীয় ওভার বাংলাদেশ মেডেন দেয় নিয়াউচিকে…
তামিম-লিটনে সাবধানী শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে প্রথম বাউন্ডারি আসে তামিমের ব্যাট থেকে। দ্বিতীয় ওভার বাংলাদেশ মেডেন দেয় নিয়াউচিকে। দুই পেসারের চ্যালেঞ্জে দেখেশুনে এগোচ্ছে বাংলাদেশ।
২১ ওভার শেষে বিনা উইকেটে ৯২ রানে ব্যাট করছে বাংলাদেশ। তামিম ৪৮ ও লিটন ব্যাট করছেন ৩৫ রানে।
এর আগে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে বাইরে রেখে একাদশ গঠন করা হয়েছে। তাঁর জায়গায় এনামুল হককে রাখা হয়েছে একাদশে। ২০১৯ সালের পর বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পেলেন এনামুল। চোট পাওয়া নুরুল হাসানের জায়গায় ফিরেছেন মুশফিকুর রহিম।
দুই দলের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। অতীতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৭৮ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। এর মধ্যে বাংলাদেশ জয় পায় ৫০টিতে আর ২৮টিতে জয় পায় জিম্বাবুয়ে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেজিস চাকাভা (অধিনায়ক, উইকেটকিপার), লুক জঙ্গুয়ে, তাকুদজোয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টারিসাই মুসাকান্দা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগাভারা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা।
দিনবদলবিডি/Rony