হোয়াইট হাউসের পাশে বজ্রপাত, আহত ৪
আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ
হোয়াইট হাউসের পাশে বজ্রপাতে চারজন গুরুতর আহত হয়েছেন…
হোয়াইট হাউসের পাশে বজ্রপাতে চারজন গুরুতর আহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। ওয়াশিংটন ডিসির লাফায়েত্তে পার্কে তীব্র ঝড়ের সময় তারা বজ্রপাতে আহত হন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তারা হোয়াইট হাউস কমপ্লেক্সের বেষ্টনীর বাইরে একটি গাছের কাছে ছিলেন।
ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে হওয়ায় আহতদের প্রথমে সহায়তা করেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা।
আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএস এক বিবৃতিতে জানায়, আহত চারজনের অবস্থা গুরুতর। আমরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
দিনবদলবিডি/Rony