বাসচাপায় প্রাণ গেল ভ্যানচালকসহ ২ জনের
গাইবান্ধা সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন…
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন।
শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালিয়া গাইবান্ধা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) এবং একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল শাহ পরান নামের যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মোড়ে এসে পেছন দিক থেকে ভ্যানে চাপা দেয়। এতে ভ্যানচালকসহ ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হয়েছেন দুই জন।
দিনবদলবিডি/Rony