রাতে জিম্বাবুয়েতে পাঠানো হচ্ছে এবাদত-নাঈমকে

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:২৪, শনিবার, ৬ আগস্ট, ২০২২, ২২ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

তড়িঘড়ি করে আজ শনিবার জিম্বাবুয়ে পাঠানো হচ্ছে এবাদত হোসেন আর নাঈম শেখকে…

সমান ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বর্তমান জিম্বাবুয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে কুড়ি ওভারের ফরম্যাটের সিরিজ শেষের পর এবার একদিনের ক্রিকেটের লড়াই। প্রথম ম্যাচ ৫ উইকেটে হারের পর বাকি আছে আর ২ ম্যাচ।

এমন অবস্থায় তড়িঘড়ি করে আজ শনিবার জিম্বাবুয়ে পাঠানো হচ্ছে এবাদত হোসেন আর নাঈম শেখকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের একটি সূত্র।

ওপেনার লিটন কুমার দাস ইনজুরিতে পড়ে সফর থেকে ছিটকে যাওয়ার তার পরিবর্তে ওপেনার নাঈমকে দলে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম চোট পাওয়ায় নাঈমের সঙ্গী হচ্ছে এবাদত হোসেন। আজ সন্ধ্যা ৭.৪৫টায় ঢাকা ছাড়বেন এই দুই ক্রিকেটার।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়