বগুড়ায় রথের আনন্দ রূপ নিলো বিষাদে, নিহত ৫

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৬, রবিবার, ৭ জুলাই, ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আনিসুর রহমান।

সোমবার (৭ জুলাই) শহরের সেউজগারীতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বগুড়া সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ বলেন, বিকালে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। 

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়