পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না: মোস্তফা সরয়ার ফারুকী

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:১৫, শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১৯ শ্রাবণ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী শুরু থেকেই কোটা আন্দোলনকারীদের পক্ষে বেশ সরব ছিলেন। তিনি তার ফেসবুকে পোস্টের মাধ্যমে আন্দোলনকারী ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করে আসছেন। গতকালও এর ব্যতিক্রম হয়নি।

শুক্রবার রাতে ফেসবুক ওয়ালে এ নির্মাতা ইংরেজি ভাষায় একটি পোস্ট দেন। এর বাংলা অনুবাদ করলে যা হয়-

‘এটাই আজকের বাংলাদেশ!! মানুষের প্রতিরোধের চেয়ে সুন্দর আর কিছুই দেখায় না! ছাত্ররা আপনাকে স্পষ্ট ৯ দফা দাবির সাথে আপনার অবস্থান পরিবর্তন করার জন্য সময় দিয়েছে। আপনি ইতিবাচক সাড়া দেননি। আপনি বরং পুলিশ রিপোর্ট দাখিল করে তদন্তকে উপহাস করেছেন। যেখানে আপনি উল্লেখ করেছেন যে, পুলিশের হাতে কেউ নিহত হয়নি। ২৬৭ জনের মধ্যে (কমিয়ে গণনা করা হলেও) কেউ পুলিশের হাতে নিহত হয়নি! আপনি কি আপনার এজেন্ডা অনুসারে আখ্যান উদ্ভাবন করে মানুষের সাথে মজা করছেন? আজ মানুষ এভাবেই সাড়া দিয়েছে। আর স্লোগানও বদলাচ্ছে! পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না! স্বাধীনতা দীর্ঘজীবী হোক! আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাই! এখন না হলে কখনই না! ’

জনপ্রিয় এ নির্মাতা কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশজুড়ে উদ্ভুত পরিস্থিতিতে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সোচ্চার ছিলেন ফারুকী। ফেসবুকে প্রতিনিয়ত বিভিন্ন স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

দিনবদলবিডি/Nasim

সর্বশেষ

পাঠকপ্রিয়