সরকারের আইনী সহায়তায় ১৮২ জন এইচ এসসি পরিক্ষার্থীর জামিন
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
- সারা দেশে এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- মোট ১৮২ জনের জামিন মঞ্জুর হয়েছে
- প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ আবেদন করলেই জামিন মিলছে
কোটা ইস্যুতে সহিংসতায় আটককৃতের মধ্যে এপর্যন্ত ১৮২ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন।
প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ আবেদনের ভিত্তিতে এসব ছাত্রদের জামিন দেয়া হয়।
৩ আগস্ট ১০৪ জনের জামিন মঞ্জুর করা হয়।এর মধ্যে ঢাকা বিভাগে ৫৫, চট্টগ্রামে ৮, সিলেটে ৬, রাজশাহী ১৫, খুলনা ৪, রংপুরে ১২ ও ময়মনসিংহ বিভাগে চার জনকে জামিন দেয়া হয়েছে। তবে বরিশাল বিভাগে কোনও এইচএসসি পরীক্ষার্থী আটক ছিল না বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এর আগে ২ আগস্ট সারা দেশের বিভিন্ন আদালতে ৭৮ জন পরীক্ষার্থীকে জামিন দেয়া হয়।
উল্লেখ্য কোটা ইস্যুতে সৃষ্ট সহিংস পরিস্থিতির মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছিল। আইন, শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আলাদা আলাদা তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে এখনও যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।
দিনবদলবিডি/Rabiul