বরিশালে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:১২, রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ২০ শ্রাবণ ১৪৩১
ফাইল ফটো

ফাইল ফটো

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে টুটুল চৌধুরী (৬২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পাশে আন্দোলনকারীদের সংঘর্ষে সঙ্গে প্রাণ হারান তিনি।  

নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি করপোরশেনের ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি একে এম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল থেকেই আন্দোলনকারীরা নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের চৌমাথায় অবস্থান নেন। এর পাশেই পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসা। ওই সময় আন্দোলনকারীরা প্রতিমন্ত্রীর বাসায় হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করতে যান। 

এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রাণ হারান টুটুল চৌধুরী। 

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়