যুক্তরাষ্ট্রে ৪ মুসলিম হত্যার নিন্দা বাইডেনের
আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ৪ মুসলিম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন…
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ৪ মুসলিম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার (৭ আগস্ট) টুইটবার্তায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, আলবুকার্কের চারজন মুসলিম পুরুষ ভয়াবহ হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং দুঃখিত। এ ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবার এবং মুসলিম সম্প্রদায়ের পাশে আছি আমরা। এমন ঘৃণ্য হামলা আমেরিকায় কোনও স্থান নেই’।
নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর আলবুকার্ক। গত শনিবার শহরের পুলিশ জানিয়েছিল, তিন মুসলিম পুরুষকে হত্যার ঘটনা তারা তদন্ত করছে। এখন চতুর্থ হত্যাকাণ্ডের ঘটনায়ও একই যোগসূত্র সন্দেহ করছে তারা। গত বছর থেকে পৃথক ঘটনায় এই চারজন নিহত হন।
প্রাথমিক তদন্তে এটিকে বিদ্বেষমূলক হামলা মনে করছে মার্কিন পুলিশ। নিউ মেক্সিকো গভর্নর মিশেল লুজান গ্রিশাম শনিবার রাতে টুইটারে লিখেন, মুসলিম বাসিন্দাদের টার্গেট কিলিং গভীর উদ্বেগের এবং একেবারে মেনে নেওয়া যায় না।
ধর্ম ও বর্ণের কারণে টার্গেট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা।
দিনবদলবিডি/Rony