বিবাহিতরাও মিস ইউনিভার্সে অংশ নিতে পারবেন

বিনোদন ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:২৫, মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ২৫ শ্রাবণ ১৪২৯
‘মিস ইউনিভার্স ২০২১’ বিজয়ী ভারতের হারনাজ কৌর সান্ধু

‘মিস ইউনিভার্স ২০২১’ বিজয়ী ভারতের হারনাজ কৌর সান্ধু

এবার এই প্রতিযোগিতার নিয়মে বড় ধরনের পরিবর্তন এলো। বিবাহিত তরুণীরাও এখন থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন…

সুন্দরী খোঁজার প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’ নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ থাকে তরুণীদের। দীর্ঘ ৭০ বছর ধরে চলা প্রতিযোগিতাটিতে এত বছর শুধুমাত্র অবিবাহিত তরুণীরাই অংশ নিতে পারতেন। এবার এই প্রতিযোগিতার নিয়মে বড় ধরনের পরিবর্তন এলো। বিবাহিত তরুণীরাও এখন থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

আগামী বছর থেকেই বিবাহিত নারীরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে অন্তঃসত্ত্বা এবং সন্তানের মায়েরাও চাইলে নিজেকে মেলে ধরতে পারবেন সুন্দরীদের এই মঞ্চে।

সম্প্রতি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক পত্রিকাকে জানায়, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে। এটা তারই অংশ। এই সিদ্ধান্তটা সময়ের নিরিখে খুবই স্বাভাবিক একটা সিদ্ধান্ত। মিস ইউনিভার্সের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক তা একবাক্যে স্বীকার করেছে গোটা ফ্যাশন দুনিয়া।

উল্লেখ্য, সর্বশেষ ইজরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের আসর। সেখানে বিজয়ী হয়েছেন ভারতীয় সুন্দরী হারনাজ কৌর সান্ধু। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্সকে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়