ইতিহাসে ১০ আগস্টের (বুধবার) উল্লেখযোগ্য ঘটনা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৫৪, বুধবার, ১০ আগস্ট, ২০২২, ২৬ শ্রাবণ ১৪২৯
১০ আগস্ট

১০ আগস্ট

আজ ১০ আগস্টের (বুধবার), ২০২২ ইংরেজি। একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এদিনে…

আজ ১০ আগস্টের (বুধবার), ২০২২ ইংরেজি। একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য স্মরণীয় ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।

উল্লেখযোগ্য ঘটনা

১৬৭৫ - রয়্যাল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।
১৮২১ - মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।
১৯১১ - ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।
১৯১৩ - বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।
১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ - প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানীয় সাম্রাজ্যের সঙ্গে মিত্রপক্ষের একটি ঐতিহাসিক সেভ্র্‌ চুক্তি (Traité de Sèvres) স্বাক্ষরিত হয়।
১৯৩৭ - চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ওই দেশ দুটির মধ্যে যুদ্ধ চলে ।
১৯৪৫ - দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
২০০৭ - বাংলাদেশের আকাশ থেকে বিশাল আকৃতির একটি বরফখণ্ড পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের পাশের একটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়।

জন্ম

১৭৪০ - ইংরেজ সংগীত স্রষ্টা স্যামুয়েল আর্নল্ড।
১৮৬০ - ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ বিষ্ণু নারায়ণ।
১৮৭৪ - আমেরিকার ৩১তম প্রেসিডেন্ট হারবার্ট হুবা।
১৯০২ - নোবেল জয়ী (১৯৪৮) সুইডিশ রসায়নবিদ আর্নে তিসেলিউস।
১৯১৩ - পদার্থবিদ্যায় নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী ভোলফ্গাঙ্গ পল।
১৯১৭ - ব্রাজিলীয় কথাসাহিত্যিক হোর্হে অ্যামাদোর।
১৯২৩ - এস এম সুলতান, বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী।

মৃত্যু

১৭২৩ - গুইলাউমে ডুবইস, তিনি ছিলেন ফরাসি অঙ্কবাচক ও রাজনীতিবিদ।
১৭৫৯ - ষষ্ঠ ফেরডিনান্ড, তিনি ছিলেন স্পেনের রাজা।
১৯৬৬ - আলবার্ট উক্সিপ, তিনি ছিলেন এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।
১৯৭৫ - বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৮০ - ইয়াহিয়া খান, তিনি ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
২০০২ - ক্রিস্টেন নিগার্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।
২০০৮ - আইজাক হায়েজ, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়