অ্যাটর্নি অফিসে জবানবন্দি দিতে অস্বীকৃতি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (১০ আগস্ট) হাজির হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে…
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (১০ আগস্ট) হাজির হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি। খবর বিবিসি।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীনে উত্তর দিতে অস্বীকার করছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী যেকোনো মার্কিন নাগরিক তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় উত্তর দেয়া থেকে বিরত থাকতে পারেন।
তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি যদি নির্দোষই হন তবে পঞ্চম সংশোধনীর সুযোগ নিচ্ছেন কেন? এর জবাবে ট্রাম্প বলেন, তার পরিবার, ব্যবসা সম্পর্কে ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে যা রাজনৈতিক উদ্দ্যেশ্যপ্রণোদিত। এজন্য তিনি উত্তর দেবেন না।
নিউইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল এস্টেটের দাম বৃদ্ধি করেছে কিনা তা খতিয়ে দেখছে। ট্রাম্পের দুই সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্পও বাবার মতোই সাক্ষ্য এড়াতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। ফেব্রুয়ারিতে নিউইয়র্ক সুপ্রিম কোর্টের একজন বিচারক রায় দেন যে তিনজনকেই জবানবন্দির জন্য বসতে হবে।
এদিকে এই মামলার বিষয়ে লেটিশিয়া জানিয়েছেন, তার তদন্তে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া গেছে যে, হোটেল, গল্ফ কোর্স এবং অন্যান্য রিয়েল এস্টেট খাতে ব্যবসা পরিচালনা করা ট্রাম্প অর্গানাইজেশন সহজ শর্তে ঋণ পাওয়ার জন্য সম্পদের মূল্যকে বাড়িয়ে দেখিয়েছেন এবং কর হ্রাসের জন্য এ ধরনের কাজ করেছেন। ২০১৯ সালে প্রথম তদন্ত শুরু হয় এ বিষয়ে।
এর আগে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে গোয়েন্দা সংস্থা এফবিআই তল্লাশি চালায়। যা নিয়ে রিপাবলিকান নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ট্রাম্পের দাফতরিক কাগজপত্র ব্যবস্থাপনা সংক্রান্ত তদন্তের জেরে ওই তল্লাশি চালানো হয় বলে জানানো হয়।
দিনবদলবিডি/আরএজে