মৌসুমের প্রথম টুর্নামেন্ট জিতল রিয়াল
দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আসরে এটি তাদের পঞ্চম শিরোপা। আর বছরের চতুর্থ শিরোপা ঘরে তোলে রিয়াল। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের পর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগও…
মৌসুমের প্রথম টুর্নামেন্ট জিতল রিয়াল মাদ্রিদ। উয়েফা সুপার কাপে আনচেলত্তির দল ২-০ গোলে হারিয়েছে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।
ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের জয়ে একটি করে গোল করেন করিম বেনজেমা ও দাভিদ আলাবা।
আসরে এটি তাদের পঞ্চম শিরোপা। আর বছরের চতুর্থ শিরোপা ঘরে তোলে রিয়াল। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের পর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগও জেতে তারা।
ম্যাচের ৩৭ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বেনজেমার পাসে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আলাবা। ব্রাজিলীয় ফরোয়ার্ডের শট রক্ষা করতে পারেননি জার্মান গোলরক্ষক।
পরে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান দ্বিগুণ করতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে তাদের। ৬৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল। ডি-বক্সের সামনে থেকে নিচু শটে প্রতিপক্ষের জালে বল পাঠান বেনজেমা।
রিয়ালের হয়ে বেনজেমার এটি ৩২৪তম গোল। তিনি আছেন দ্বিতীয় স্থানে। তাঁর ওপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ স্ট্রাইকার করেন ৪৫০ গোল।
দিনবদলবিডি/আরএজে