রাজধানীতে বাসে ‘চেকার’ ও ‘ওয়েবিল’ বাতিল

দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৪১, বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ২৭ শ্রাবণ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীতে পরিবহনখাতের নৈরাজ্য এবং যাত্রী ভোগান্তির অভিযোগের পর স্টপেজে স্টপেজে…

রাজধানীতে পরিবহনখাতের নৈরাজ্য এবং যাত্রী ভোগান্তির অভিযোগের পর স্টপেজে স্টপেজে বাসে চেকিং বাতিল করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা শহর ও শহরতলী  রুটে চলাচল করা কোনো বাস থামিয়ে আর চেকিং করা হবে না। পাশাপাশি কোনো বাসের ওয়েবিল থাকবে না। এক স্টপেজ থেকে অন্য স্টপেজ পর্যন্ত বন্ধ রাখা হবে বাসের দরজাও। রুট পারমিটের স্টপেজ অনুযায়ী গাড়ি থামানোর নির্দেশনাও দেওয়া হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার এ সভা হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞতিতে বুধবার (১০ আগস্ট) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে,  বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সোমবারের জরুরি সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সভায় উপস্থিত ছিলেন ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডি। তাছাড়া সব রুট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও এতে অংশ নেন।

সভায় আরো কিছু সিদ্ধান্ত হয়। তা হলো বিআরটিএ’র তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় না করা, সব গাড়িতে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখা। 

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়