বাংলাদেশি হিসেবে আমি গর্বিত: অপু বিশ্বাস
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
পদ্মা সেতু স্বপ্ন ও সম্ভাবনার সেতু, বাংলাদেশি হিসেবে আমি গর্বিত। বলেছেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।
বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু এখন আর অবাস্তব কোনো কল্পনা নয়। আজ সেতুর উদ্বোধন উপলক্ষ্যে দেশের সব শ্রেণী-পেশার মানুষ আনন্দিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই আনন্দের ছাপ স্পষ্ট। অনেকেই গর্ব অনুভব করছেন, উচ্ছ্বাসে পোস্ট দিচ্ছেন, সক্ষমতার-জয়ের গান গাইছেন। শোবিজ তারকারাও এর বাইরে নন।
অপু বিশ্বাস বলেন, নানা বাধাবিঘ্নের পর অবশেষে চালু হলো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। বাংলাদেশি হিসেবে আমি গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্তে আস্তে যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ। দেশের ২১টি জেলার মানুষ এই সেতু দিয়ে পদ্মা পার হলেও আমি মনে করছি পুরো দেশের মানুষ এই সেতুর সুফল ভোগ করতে পারবেন। দেশের উন্নয়নে নতুন একটি দ্বার উন্মোচিত হলো।
দিনবদলবিডি/Rony