দেশে ন্যায়বিচার পাওয়ার সব পথ বন্ধ : মির্জা ফখরুল

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৩, শনিবার, ২৫ জুন, ২০২২, ১১ আষাঢ় ১৪২৯
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দেশে মানুষের ন্যায়বিচার পাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৫ জুন) এক বাণীতে তিনি এ কথা বলেন। ২৬ জুন জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গণমাধ্যমে বাণী দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, যুগে যুগে বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক ও একদলীয় শাসন দ্বারা মানুষ নির্যাতিত হয়েছে, এখনো হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা দখল করে অবৈধ শাসকগোষ্ঠী জনগণের ওপর ফ্যাসিবাদী জুলুম চালাচ্ছে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডই হচ্ছে শাসকগোষ্ঠীর প্রধান অস্ত্র। বিভিন্ন অভিযানের নামে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষেদের বেছে বেছে হত্যা করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের কোনো জবাবদিহিতা নেই। তাই গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা এখন সম্পূর্ণরূপে বিপন্ন।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়