ভোজ্যতেলের দাম নিয়ে সুসংবাদ জানালেন বাণিজ্যসচিব

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:০০, রবিবার, ২৬ জুন, ২০২২, ১২ আষাঢ় ১৪২৯
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কথা বলছেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ -ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কথা বলছেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ -ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমে আসায় দেশেও ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

রবিবার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যসচিব বলেন, তেলের দামের ক্ষেত্রে আগামী দুই একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে।

তিনি আরো বলেন, ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারবো, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে।
 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়