দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাবে ২২ জনের মৃত্যু

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:০৬, সোমবার, ২৭ জুন, ২০২২, ১৩ আষাঢ় ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকায় ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডনের একটি নাইটক্লাব থেকে ১৭ তরুণ-তরুণীর মরদেহ উদ্ধারসহ ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গছে।

রবিবার (২৬ জুন) ওই অঞ্চলের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রাদৈশিক সরকারের নিরাপত্তা বিভাগের প্রধান স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন হাসপাতালে মারা গেছেন।

এর আগে ওই নাইটক্লাব থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাদৈশিক পুলিশের মুখপাত্র থেমবিনকোসি কিনানা এএফপিকে বলেন, আমরা ইস্ট লন্ডনের একটি সরাইখানায় ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছিলাম। পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। মৃতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতদের মরদেহ তাদের স্বজনদের দেখতে দেওয়া হয়নি।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়