কৃষ্ণ গহ্বর থেকে ভেসে আসছে ভয়ংকর শব্দ (ভিডিও)
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের কথা অনেকেই শুনেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন,কৃষ্ণ গহ্বরের মধ্য দিয়ে আলোও চলতে পারে না।
তবে এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা কৃষ্ণ গহ্বর থেকে বের হওয়া শব্দ ধারণ করেছেন। যে শব্দ শুনে ভয় পেতে পারেনে আপনিও।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, কৃষ্ণ গহ্বর থেকে ছুটে আসা চাপের তরঙ্গকে শব্দ তরঙ্গে পরিণত করে তা রেকর্ড করেছেন নাসার বিজ্ঞানীরা। চলতি সপ্তাহে সেই শব্দ প্রকাশ্যে এনেছে নাসা।
নাসার পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণভাবে মনে করা হয় মহাশূন্যে কোনো শব্দ নেই। কারণ সেটি বায়ুশূন্য। আর বায়ুশূন্য স্থান দিয়ে শব্দ চলাচল করতে পারে না। কিন্তু একটি গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে গ্যালাক্সিগুলি গ্যাস নির্গমন করতে থাকে। এর ফলেই শব্দ চলাচলের একটি মাধ্যম তৈরি হয়।' নাসা কৃষ্ণ গহ্বরের যে শব্দ প্রকাশ করেছে তা আসল শব্দের থেকে অনেক গুণ বেশি তীব্র।
দিনবদলবিডি/Md. Rahat Hossain