এবার মোটরসাইকেল বহনকারী পিকআপ আটকে দিল পুলিশ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথমদিনি বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
নিষেধাজ্ঞা সত্ত্বেও পিকআপে মোটরসাইকেল তুলে নিয়ে কৌশলে সেতু পার হচ্ছিলেন চালকরা। এবার মোটরসাইকেল বহনকারী পিকআপও আটকে দিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে মাওয়া টোল প্লাজায় পিকআপে করে মোটরসাইকেল পারাপার আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিন দুপুর ১২টার দিকে পিকআপ থেকে মোটরসাইকেল তিনটি নামিয়ে দেওয়া হয়।
পদ্মা সেতু উত্তর থানার ইন্সপেক্টর নজরুল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মোটরসাইকেল চলাচল বন্ধে আমাদের নির্দেশনা দেওয়া হয়ছে। সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য সকাল থেকে কাজ করা হচ্ছে। একটি পিকআপে তিনটি মোটরসাইকেল নিয়ে চালাকি করে সেতু পারের চেষ্টা করছিল। বিষয়টি নজরে এলে পিকআপ থেকে মোটরসাইকেল নামিয়ে দেওয়া হয়। কোনো মোটরসাইকেলই সেতু দিয়ে পার হতে পারবে না।
দিনবদলবিডি/Rony