ইয়েমেনে অপহৃত বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তার ভিডিও প্রকাশ আল-কায়েদার

দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:২৯, বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ২৩ ভাদ্র ১৪২৯
বাংলাদেশি একেএম সুফিউল আনাম

বাংলাদেশি একেএম সুফিউল আনাম

সুফিউল আনাম ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে। অবসরের পর…

প্রায় ৬ মাস আগে ইয়েমেনে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মী সুফিউল আনামের ভিডিও প্রকাশ করছে আল কায়েদা।

গত শনিবার ভিডিওটি প্রকাশ করে জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এতে অপহরণকারীর হাত থেকে বাঁচাতে জাতিসংঘের বিভিন্ন পক্ষের কাছে আকুতি জানিয়েছেন ইয়েমেনে অপহৃত একেএম সুফিউল আনাম।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, খুবই দুর্দশার মধ্যে রয়েছেন। অপহরণকারীদের দাবি মেনে না নিলে তাকে মেরে ফেলা হতে পারে।

তাকে জঙ্গি সংগঠন আল–কায়েদা অপহরণ করেছে বলেও জানান তিনি। গত ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহৃত হন তিনি।

সুফিউল আনাম ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে। অবসরের পর থেকে জাতিসংঘের সঙ্গে কাজ করেন।

এদিকে, সুফিউল আনামের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের এক নেতার নিকটাত্মীয়। তবে কোন নেতার আত্মীয় সে বিষয়ে কিছু বলেননি তিনি।

তিনি জানান, অপহরণকারীরা একটি বড় অংকের মুক্তিপণ দাবি করেছে। বাংলাদেশ তাকে উদ্ধারে সব রকমের চেষ্টা করছে বলেও জানান তিনি।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়