সেপটিক ট্যাংকিতে পড়ে প্রাণ গেল ৩ জনের

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ১০:০৩, সোমবার, ২৭ জুন, ২০২২, ১৩ আষাঢ় ১৪২৯
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে একটি মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) বিকালে মাধবদীর নুরালাপুর এলাকায় গদাইচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকেরা হলেন- মাধবদী এলাকার গদাইরচর গ্রামের বায়েজিদ হোসেন (২৩), জাহিদ মিয়া (২২) ও আনিছ (১৬)।

স্থানীয়রা জানান, বিকেলে মাধবদীর গদাইরচর গ্রামের আসিয়া ইসলামিয়া আলিম মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করছিলেন এই তিন শ্রমিক। এ সময় ট্যাংকের নিচে বাটাল দিয়ে পাইপ বসানোর জন্য ছিদ্র করছিলেন। হঠাৎ একজনের হাতের বাটালটি ট্যাংকের ভেতরে পড়ে গেলে একজন তা আনতে ট্যাংকের মুখ খুলে ভেতরে প্রবেশ করেন। পরে ওই শ্রমিক ভেতর থেকে না আসায় ভেতরে যান আরেকজন। পরে সেও উঠে না আসায় ট্যাংকে বাকিজনও নামেন।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে আরেকজনের মৃত্যু হয়।

মাধবদী থানার ওসি রাকিবুজ্জামান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়