পদ্মা সেতুর নাট ‘গাড়ির টুলবক্সের সরঞ্জাম’ দিয়ে খোলা হয়

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৩৬, মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১৪ আষাঢ় ১৪২৯
বায়েজিদ তালহা

বায়েজিদ তালহা

পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার প্রথম দিনে প্রাইভেট কারে এক বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন বায়েজিদ তালহা। টোল প্লাজায় টাকা পরিশোধ করে সেতুর জাজিরা প্রান্ত ঘুরে ফেরার সময় ৩০ থেকে ৩৫ নম্বর পিলারের মধ্যবর্তী জায়গায় নামেন টিকটক ভিডিও তৈরির জন্য।

তবে বায়েজিদের আসল উদ্দেশ্য ছিল, এই ভিডিও বানিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তোলা। তাই পরিকল্পিতভাবে গাড়িতে থাকা টুলবক্সের সরঞ্জাম ব্যবহার করে প্রথমে তারা সেতুর রেলিংয়ের নাট খোলেন। পরে ঢিলা করে রাখা নাট হাত দিয়ে খোলার ভিডিও করেন। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

পদ্মা সেতুর নাট খোলার ঘটনায় গ্রেপ্তার বায়েজিদ তালহাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব কথা বলেছেন সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তারা।

নাম প্রকাশ না করার শর্তে সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার বলেন, পদ্মা সেতু নিয়ে ‘একটি নেতিবাচক ইস্যু তৈরি করতেই’ বায়েজিদ তালহা এই ভিডিও করেছিলেন। ঘটনার সময় কায়সার নামে তার এক বন্ধু সঙ্গে ছিলেন। কায়সারকে খোঁজা হচ্ছে জানা যায়।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়