পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পেঁয়াজবাহী পিকআপ উল্টে আহত ৫
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
পদ্মা সেতু উদ্বোধনের দ্বিতীয় দিনে মাওয়া প্রান্তে একটি পেঁয়াজবাহী পিকআপ উল্টে ৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ জুন) বিকেল পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পিকআপে থাকা ১৩৪ বস্তা পেঁয়াজ ছিটকে পড়ে গেছে এবং সেতুর নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা একটি গাড়িও দুর্ঘটনার শিকার হয়েছে। ফলে মূল সেতুর যান চলাচলে ধীর গতি দেখা য়ায়।
স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর।
এছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, একটি ট্রাক এলোপাতাড়িভাবে আসতেছিল। তখন আমরা দেখলাম গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের মধ্যে বাড়ি খায়। তারপর সামনে সাইনবোর্ডের পিলারের একটি কার্নিশ ছিল। সেখানে বাড়ি খেয়ে ট্রাকটি উল্টে যায়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
দিনবদলবিডি/আরএজে