পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবকের বাড়িতে হামলা-ভাঙচুর

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:০২, মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১৪ আষাঢ় ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটক ভিডিও বানানোর অভিযোগে গ্রেপ্তার বায়েজিদ আহমেদ তালহার বাড়িতে  হামলা ও ভাঙচুর হয়েছে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলে দাবি বায়েজিদের পরিবারের। তবে এ ঘটনায় আহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে বায়েজিদের নিজ বাড়ি পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বায়েজিদের মেজ ভাবি হাদিসা বেগম সাংবাদিকদের জানান, ১০-১৫টি মোটরসাইকেল যোগে ২৫-৩০ জন সশস্ত্র ব্যক্তি বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা রামদা, কুড়াল দিয়ে ঘরের সামনের ও পশ্চিম পাশের টিনের বেড়া কুপিয়ে ও পিটিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে তারা ঘরে ঢুকে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল তছনছ করে। তাদের হাতে দেশীয় অস্ত্র দেখে তিনি দৌড়ে পাশের ঘরে গিয়ে আশ্রয় নেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ‘হঠাৎ করেই টিন ভাঙচুর ও পিটানোর শব্দ শুনে দৌড়ে এসে দেখি ২০-২৫ বছর বয়সী বেশ কিছু ছেলে ঘরের টিন ভাঙচুর করছে। তাদের আমরা চিনি না। কিছুক্ষণ ভাঙচুর করে আবার তারা মোটরসাইকেলযোগে চলে যায়।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।’

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়