বন্যা-ভূমিধসে নাকাল চীন, সতর্কতা জারি
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নাকাল চীন। এরইমধ্যে বেইজিং, ফুজিয়ানসহ বেশ কয়েকটি অঞ্চলে প্রবল বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
পানির নিচে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। চলমান বন্যায় এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। খবর সিজিটিএনের।
এদিকে, সোমবার (২৭ জুন) বেইজিং, শাংডং, ফুজিয়ানসহ বেশ কয়েকটি অঞ্চলে প্রবল বাতাসের সাথে শিলা বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। পূর্বাভাস অনুসারে অঞ্চলগুলোতে ঘণ্টায় ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পাত হতে পারে। এ অবস্থায় বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে বলেও সতর্ক করা হয়েছে। চলমান পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে গুয়ংদং কর্তৃপক্ষ গেল সোমবার (২০ জুন) জানায়, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে দুই লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ২৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিন জিয়ানঝি প্রদেশে বন্যার জন্য রেড এলার্ট জারি করা হয়।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ফুজিয়ানে বন্যার কারণে এ মাসের শুরু থেকে দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে চলতি মাসের শুরুর দিনে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে বন্যায় কমপক্ষে ২১ জনের প্রাণহানি ঘটে।
দিনবদলবিডি/আরএজে