‘চিঠি এলো জেলখানাতে’ গানের শিল্পীর দুই বছর কারাদণ্ড
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
দুই কোটি টাকার চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুই মামলায় আদালত এ আদেশ দেন। একই আদেশে আদালত চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশও দিয়েছেন।
সোমবার (২৭ জুন) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় শিল্পী আবদুল মান্নান রানা আদালতে উপস্থিত ছিলেন না।
বাদী পক্ষের আইনজীবী তপন কুমার দাশ জানান, দুই কোটি টাকার চেকের মামলায় সংগীত শিল্পী ও ব্যবসায়ী আবদুল মান্নান রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালে নগরীর কোতোয়ালী থানার চৈতন্য গলির বাসিন্দা আবদুল্লাহ আল হারুন নামে এক ব্যক্তি আবদুল মান্নান রানার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।
দিনবদলবিডি/এইচএআর