জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পুতিন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৩০, মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১৪ আষাঢ় ১৪২৯
ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিন

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এ সম্মেলনে। তবে সম্মেলনে তিনি সশরীরে না কি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন তা খোলাসা করে বলেননি পুতিন।

মস্কোতে সোমবার এক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন পুতিনের সহকারী ইউরি উশাকভ। খবর আনাদোলুর।  

তিনি জানান, আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের জানানো আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন।

আগামী ৩০ জুন রাশিয়া সফরে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো।

এ সময় দুই নেতা এ বিষয়ে আলাপ করবেন বলে জানান পুতিনের সহকারী ইউরি উশাকভ।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়