২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ডেসকোর প্রিপেইড রিচার্জ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
কারিগরি উন্নয়নের জন্য কাল বৃহস্পতিবার (৩০ জুন) রাত থেকে আগামী ২ জুলাই (শনিবার) রাত পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম।
বুধবার (২৯ জুন) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন (বৃহস্পতিবার) রাত ৯টা ৫৯ মিনিট থেকে ২ জুলাই শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কারিগরি উন্নয়ন কাজের জন্য ডেসকোর সব ধরনের প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখিত সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদরেকে মিটারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে এবং যেকোনো প্রয়োজনে ১৬১২০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ডেসকোর পক্ষ থেকে। পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডেসকো।
দিনবদলবিডি/আরএজে