ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী নিহত
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
গত মঙ্গলবার রাত ১টার দিকে হাইকোর্ট এলাকায় শিক্ষা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাইমিনুল ইসলাম সিফাত (২১)। তিনি রাজধানীর বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করছিলেন।
আহতরা হলেন- মোহাইমিনুলের দুই বন্ধু মেহেদী হাসান ও শাকিল।
শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ক্যান্টনমেন্টের কচুখেত এলাকায় থাকতেন সিফাত। মঙ্গলবার রাতে কয়েকটি মোটরসাইকেলে তারা পাঁচ-ছয়জন বন্ধু পুরান ঢাকায় যান। সেখানে খাওয়া-দাওয়া সেরে ফেরার পথে শিক্ষা ভবনের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে সিফাত নিহত এবং তার মোটরসাইকেলে থাকা দু'জন সামান্য আহত হন। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ এবং চালক মাসুম হোসেনকে আটক করা হয়েছে।
সিফাতের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায়। তার বাবার নাম হাফেজ খন্দকার।
দিনবদলবিডি/Rony