বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আগামীকাল (মঙ্গলবার, ২১ জুন) সিলেট অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আগামীকাল (মঙ্গলবার, ২১ জুন) সিলেট অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী সিলেট যাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশ্বস্ত সূত্র।
সূত্রটি জানায়, মঙ্গলবার সকালে সিলেট যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।
এদিকে সচিবালয় সূত্র নিশ্চিত করেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আগামীকাল সোমবার সিলেট যাচ্ছেন। তিনি সেখানে মঙ্গলবার অবস্থান করবেন।
দিনবদলবিডি/আরএজে