চিনি ও পাম তেলের দাম বেঁধে দিল সরকার

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৮, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৭ আশ্বিন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দাম কমিয়ে পাম সুপার খোলা তেল ও চিনির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার…

দাম কমিয়ে পাম সুপার খোলা তেল ও চিনির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সরকার নির্ধারিত নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, পাম সুপার খোলা তেল কেজিতে ১২ টাকা কমিয়ে ১৩৩ টাকা, খোলা চিনি কেজিতে ৬ টাকা কমিয়ে ৮৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ দাম ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সুপারিশে এই দুটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়