এবার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাইক চলাচল বন্ধের প্রস্তাব

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৩, বুধবার, ২৯ জুন, ২০২২, ১৫ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

সংস্থাটির প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান বুধবার এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অপারেটর নিয়োগের চুক্তি সই অনুষ্ঠানে এ কথা জানান।

সওজের প্রধান প্রকৌশলী জানান, এক্সপ্রেসওয়েতে মোটর সাইকেল চলাচল বন্ধের প্রস্তাব আগেই করা হয়েছে। সরকার অনুমোদন দিলে মোটর সাইকেল চলবে না এক্সপ্রেসওয়েতে। তবে পাশের সার্ভিস লেনে চলতে বাধা থাকবে না।

তিনি আরো জানান, আগামী ১ জুলাই থেকে এক্সপ্রেসওয়েতে টোল আদায় করা হবে।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের পর সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।

তবে এটি সাময়িক বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রী বলেছিলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে, তবে এ সিদ্ধান্ত সাময়িক। স্পিডগান মেশিন ও সিসি ক্যামেরা বসানোর পর সেতুতে কবে থেকে মোটরসাইকেল চলবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত জানাবে

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়