পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯, মিলল কয়েকজনের পরিচয়

পঞ্চগড় সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:০৬, সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১১ আশ্বিন ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃ‌তের সংখ‌্যা বে‌ড়ে দঁ‌ড়ি‌য়ে‌ছে ৩৯ জনে।

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃ‌তের সংখ‌্যা বে‌ড়ে দঁ‌ড়ি‌য়ে‌ছে ৩৯ জনে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর‌তোয়া এবং আত্রাই নদীর বি‌ভিন্ন স্থান থে‌কে এসব মর‌দেহ উদ্ধার করা হয়। এখনও অর্ধশত ব‌্যক্তি নি‌খোঁজ র‌য়ে‌ছেন।

বোদা উপ‌জেলার মা‌ড়েয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দে স্থা‌পিত জরুরি তথ‌্য ও সহায়তা কে‌ন্দ্রের দা‌য়িত্বরত কর্মকর্তারা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সোমবার দুপুর ২টা পর্যন্ত ২১ নারী, ১১ শিশু এবং সাত পুরুষসহ ৩৯ জনের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তাদের ম‌ধ্যে সাতজ‌নের মর‌দেহ ভে‌সে গি‌য়েছিল দিনাজপু‌রের আত্রাই নদী‌তে। সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করা হ‌য়ে‌ছে।

নৌকাডু‌বির ঘটনায় রবিবার ২৫ এবং সোমবার সকাল থে‌কে দুপুর পর্যন্ত ১৪ মর‌দেহ উদ্ধার করা হয়। এ নি‌য়ে দুদি‌নে ৩৯ মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এখনও নি‌খোঁজ র‌য়ে‌ছেন অর্ধশত ব‌্যক্তি। ঘটনাস্থ‌লের আ‌শপা‌শে দ্বিতীয় দি‌নের ম‌তো উদ্ধার অ‌ভিযান চালা‌চ্ছে ফায়ার সা‌র্ভিসের ডুব‌রি দ‌লের তিন‌টি ইউ‌নিট। স্থানীয় ব‌্যক্তিরাও নৌকা নি‌য়ে উদ্ধা‌রকা‌জে অংশ ‌নি‌য়ে‌ছেন।

এদিকে নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মাড়েয়া গ্রামের হেমন্তের মেয়ে পলি রানী (১৪), নির্মল চন্দ্রের স্ত্রী শোভা রানী, শালডাঙ্গা খালপাড়ের কার্তিকের স্ত্রী লজ্জা রানী (২৫), দেবীগঞ্জের শালডাঙ্গা হাতিডোবা গ্রামের বাবুল চন্দ্র রায়ের ছেলে দিপংকর (৩), পশ্চিম শিকারপুর গ্রামের কালীকান্তর ছেলে অমল চন্দ্র (৩৫),  বোদার মাড়েয়া বামনপাড়ার সজিবের আড়াই বছর বয়সী ছেলে পিয়ন্ত, মহানন্দর স্ত্রী খুকি রানী (৩৫), দেবীগঞ্জের ডাঙ্গাপাড়া গ্রামের চণ্ডী প্রসাদের স্ত্রী প্রমিলা রানী (৫৫), দেবীগঞ্জের হাতিডোবার শিকারপুর গ্রামের রবিনের স্ত্রী তারা রানী (২৪), পাঁচপীর বংশীধর পূজারী গ্রামের প্রয়াত ভুড়া মহনের স্ত্রী শোনেকা রানী (৬০), বোদার মাড়েয়া শিকারপুর প্রধান পাড়া গ্রামের শ্রী মণ্টুর স্ত্রী কাঞ্জুনি রানী (৫৫), পাঁচপীর জয়নন্দ্র বজয়া গ্রামের মহানন্দ মাস্টারের মা প্রমীলা (৭০), দেবীগঞ্জ তেলিপাড়া গ্রামের প্রয়াত কলিন্দ্রনাথের স্ত্রী ধনো বালা (৪৭), পাচঁপীর বংশীধর গ্রামের রথেশ চন্দ্রের স্ত্রী সুমিত্রা রানী (৫৭), ময়দানদিঘীর চকপাড়া গ্রামের বিলাস চন্দ্রের স্ত্রী সফলতা রানী (৪০), বোদা উপজেলার মাড়েয়া বাসনহাট গ্রামের রমেশের স্ত্রী শিমলা রানী (৩৫), বোদা উপজেলার বড়শশী কুমারপাড়া গ্রামের হাচান আলী (৫২), একই উপজেলার আলোকপাড়া গ্রামের রমেশের শিশু কন্যা উশোশী, দেবীগঞ্জের হাতিডোবার নারায়নের শিশু কন্যা তনুশী, পাঁচপীর মদনহার গ্রামের রতন চন্দ্রের শিশু কন্যা শ্রেয়শী।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়