ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু

দিনবদলবিডি ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:৩৬, সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১১ আশ্বিন ১৪২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের। বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন…

সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮২ জন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮২ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে তিনজনের।

চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের। বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ২ হাজার ১৩২ জন।

এছাড়া চলতি বছরে এ (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ৩৬২ জন।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়