শিক্ষক হত্যা : গ্রেপ্তার জিতুর বাবা পাঁচ দিনের রিমান্ডে

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪৮, বুধবার, ২৯ জুন, ২০২২, ১৫ আষাঢ় ১৪২৯
আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জ্বল হোসেন। ছবি : সংগৃহীত

আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জ্বল হোসেন। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবা উজ্জ্বলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি উজ্জ্বলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এমদাদুল হক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান মিয়া বলেন, বিকেল ৪টায় আদালতের শুনানি শুরু হয়। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক শেখ মুজাহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি জিতুর বাবা উজ্জ্বল হাজিকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ।

শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান।  

এ ঘটনায় রবিবার (২৬ জুন) আশুলিয়া থানায় উৎপলের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় জিতুকে প্রধান আসামি করা হয়। এ ছাড়াও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। উজ্জ্বল হাজিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

দিনবদলবিডি/এইচএআর

সর্বশেষ

পাঠকপ্রিয়