ট্রাকের চাকা ফেটে অটোরিকশায় ধাক্কা, নিভে গেল তিন প্রাণ
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
কুমিল্লার দেবীদ্বারে একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই যাত্রীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বুধবার সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবীদ্বারের সংচাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. কামাল উদ্দিন।
নিহতরা হলেন- অটোরিকশাচালক ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ গ্রামের ফরিদুর রহমানের ছেলে আকরাম হোসেন (২০), যাত্রী একই গ্রামের মোর্শেদ আলমের ছেলে মো. জিলানী (৩৫) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নাজমুল হাসান (২৬)।
হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. কামাল উদ্দিন বলেন, কুমিল্লাগামী ট্রাকের সামনের একটি চাকা ফেটে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক আকরাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত দুজনকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরহেদ নিহতদের পরিবারের কাছে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।
দিনবদলবিডি/এইচএআর