পদ্মা সেতু হয়ে ঢাকায় আসবে ফরিদপুরের ‘সম্রাট’

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:০১, বুধবার, ২৯ জুন, ২০২২, ১৫ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

আসন্ন কোরবানির ঈদে পদ্মা সেতু হয়ে ঢাকায় আসবে ৩৮ মণের ‘সম্রাট’। ১১ ফুট লম্বা ও ছয় ফুট উচ্চতা গরুটির।

ফরিদপুরের মাইশা ডেইরি ফারমে বিশাল আকৃতির গরুটি লালন-পালন করা হয়। ১০ লাখ টাকায় বিশাল আকৃতির গরুটি বিক্রি করতে চান খামার মালিক। ঢাকায় কাঙ্ক্ষিত ক্রেতা পাওয়ার আশা করছেন তিনি।

খামারের শ্রমিকরা জানান, ডেইরি ফারমে মোট ১০৭টি গরু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সম্রাট। বড় গরু পালন অনেক কষ্টের কাজ। এজন্য খাবার তৈরি করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ নানা কাজে ভোর থেকে ব্যস্ত থাকতে হয়।

মাইশা ডেইরি ফারমের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সবুজ বলেন, খামারে ৪২ মাস আগে সম্রাটের জন্ম। সব মিলিয়ে এখন এর শরীরে মাংস রয়েছে ১৫০০ (৩৮ মণ) কেজির বেশি। প্রাকৃতিক ঘাস আর বিশেষ যত্ন নিয়েই বড় করে তোলা হয়েছে। সঙ্গে বিশেষ কিছু খাবার হিসেবে তাকে দেওয়া হয় আপেল, কমলা ও আঙুর। এছাড়া প্রতিদিনের খাবার হিসেবে তাজা ঘাস, খড়, গম, ভুসি ও খৈল খাওয়ানো হয়।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়