ক্যাসিনো সেলিমের মুক্তির দাবিতে রুশ স্ত্রীর জামিন আবেদন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:১৮, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১৪ আশ্বিন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

অনলাইনে ক্যাসিনো ব্যবসার অভিযোগে গ্রেপ্তার সেলিম প্রধানের জামিন চেয়েছেন তার রুশ স্ত্রী আনা প্রধান…

অনলাইনে ক্যাসিনো ব্যবসার অভিযোগে গ্রেপ্তার সেলিম প্রধানের জামিন চেয়েছেন তার রুশ স্ত্রী আনা প্রধান। তিনি বলেন, আমার স্বামীর সঙ্গে অন্যায়, অবিচার করা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই। আমার স্বামী সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তি চাই। প্রধানমন্ত্রী আমার আদর্শ।

বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে আনা প্রধান এসব কথা বলেন।

এদিন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ দিন সেলিম প্রধানকে হাজির করা হয়। এ সময় মানি লন্ডারিং আইনের মামলায় সেলিমের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী।

তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন বিচারক।

৫৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে সেলিমকে আসামি করে মামলাটি করেন।

মামলায় তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছিল।

২০২১ সালের ১৭ জানুয়ারি মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ হাজার টাকা থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ আনা হয়।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের সেপ্টেম্বরে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়