ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় প্রাণ গেল ১৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:২১, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১৯ আশ্বিন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ইকুয়েডরে কারাগারে মধ্যে দাঙ্গায় অন্তত ১৫ কারাবন্দি নিহত এবং ২০ জন আহত হয়েছেন…

ইকুয়েডরে কারাগারে মধ্যে দাঙ্গায় অন্তত ১৫ কারাবন্দি নিহত এবং ২০ জন আহত হয়েছেন। দেশটির অশান্ত কারা ব্যবস্থার এটি সর্বশেষ সহিংস ঘটনা। সোমবার দেশটির লাটাকুঙ্গার কোটোপ্যাক্সি প্রদেশের ১ নং কারাগারে এই ঘটনা ঘটে। 

মঙ্গলবার এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

দেশটির কারা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট একজন মুখপাত্র বলেছেন, লাটাকুঙ্গার কোটোপ্যাক্সি ১ নং কারাগারে দাঙ্গায় ১৫জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

এদিকে সহিংসতায় নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে কর্তৃপক্ষ। অন্যদিকে কোটোপ্যাক্সি প্রদেশের গভর্নর অসওয়াল্ডো করোনেল সাংবাদিকদের বলেছেন, ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে দেশটির কারাগারে সহিংসতায় এখন পর্যন্ত চার শতাধিক কারাবন্দি নিহত হয়েছেন। মাদক পাচারের পথ এবং অঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে গ্যাংদের মধ্যে দ্বন্দ্বকে  কারাগারের এসব সহিংসতার জন্য দায়ী করেছেন দেশটির রক্ষণশীল সরকারের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়