সিগন্যালে ১০ মিনিট অপেক্ষা, অসতর্কদের জন্য উদাহরণ এই কুকুর

রাজশাহী সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:০৫, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১৯ আশ্বিন ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ঝুঁকি থাকলেও তার অপেক্ষা না করেই সিগন্যাল অমান্য করছিলেন অসহিষ্ণু অনেকেই। তবে সিগন্যাল পড়ে থাকার পুরো সময়টি অপেক্ষমাণ যানবাহন আর মানুষের পাশে দাঁড়িয়ে থেকে উদাহরণ তৈরি করলো এক কুকুর…

রেলগেটে সিগন্যাল না থাকলে অহরহই ঘটে দুর্ঘটনা। আবার কিছু স্থানে সিগন্যাল থাকলেও তা অমান্য করার প্রবণতাও দেখা যায় অসতর্ক মানুষের মধ্যে। তাতেও ঘটে দুর্ঘটনা এবং অনেক মানুষের প্রাণহানীও ঘটে এভাবে। নিয়ম অমান্য করে ভয়াবহ দুর্ঘটনা ঘটানো অসতর্ক এসব মানুষদের সামনে এবার উদাহরণ হয়ে দেখা দিলো সামান্য এক কুকুর।

গত সোমবার রাজশাহী থেকে ছেড়ে এসে নাটোর রেলওয়ে স্টেশনে এসে থামে ‘উত্তরা’ নামে একটি ট্রেন।

এদিকে আগে থেকেই এ স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আরেকটি ট্রেন তখন ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।

স্টেশনের কাছাকাছি এলাকায় থাকা একটি রেলগেটে তাই সিগন্যাল ফেলে রাখা হয় প্রায় ১০ মিনিট। এই সময়ের মধ্যে যে কোনো সময়ে ট্রেন চলে আসার ঝুঁকি থাকলেও তার অপেক্ষা না করেই সিগন্যাল অমান্য করছিলেন অসহিষ্ণু অনেকেই।

তবে সিগন্যাল পড়ে থাকার পুরো সময়টি অপেক্ষমাণ যানবাহন আর মানুষের পাশে দাঁড়িয়ে থেকে উদাহরণ তৈরি করলো এক কুকুর।

সোমবার বিকেল ৩টা ৪৭ মিনিটে সিগন্যালে অপেক্ষমাণ ওই কুকুরটির একটি ছবি এখন রীতিমতো ভাইরাল।

ছবিটি তুলেছিলেন ঘটনাস্থলে থাকা নূরুল ইসলাম নূরু নামে এক ব্যক্তি।

তিনি বলেন, রেলগেটে সিগন্যাল ছিল প্রায় ১০ মিনিট। এই সময় আইন মেনে লোকজনের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে ছিল কুকুরটি। এভাবে নিয়ম মেনে দাঁড়িয়ে থাকতে দেখে তার বেশ কয়েকটি ছবি তুলি।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়