পদ্মা সেতুর টোলপ্লাজায় ‘শত বছরের’ ৩ সিংহ মূর্তি জব্দ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৫১, বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১৬ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজায় কলকাতা থেকে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাস থেকে  ‘শত বছরের’ পুরোনো ৩টি সিংহের মূর্তি জব্দ করেছে পুলিশ। এসময় কারুকাজ করা ১টি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তিসহ দুটি ভিডিও ক্যামেরাও জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মূল্যবান মূর্তি পরিবহনের দায়ে জসিম উদ্দিন নামের এক বাসযাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুন) দিবাগত রাত ১টার দিকে এসব মালামাল উদ্ধার করে পদ্মা দক্ষিণ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুন) শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) এসএম আশরাফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা ছেড়ে আসা গ্রীন লাইনের বাসটিতে অভিযান চালিয়ে শত বছরের পুরোনো মূল্যবান ৩টি সিংহের মূর্তি জব্দ করা হয়। এ সময় কারুকাজ করা ১টি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তিসহ দুটি ভিডিও ক্যামেরাও জব্দ করা হয়।

তিনি আরো জানান, এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহনের অভিযোগে জসিম উদ্দিনকে আটক করা হয়। এসব পণ্যের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। জব্দকৃত মালামাল পদ্মা দক্ষিণ থানায় নিয়ে যায় পুলিশ।
 

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়