ইউক্রেনকে আরো ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:০০, বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১৬ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ইউক্রেনে আরো ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার (২৯ জুন) দেশটি এ ঘোষণা দেয়। সামরিক সহায়তার মধ্যে বিমান ও ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে, কিয়েভে যুক্তরাজ্যের নতুন সহায়তার ফলে এ পর্যন্ত ইউক্রেনে সামরিক সহায়তার পরিমাণ পৌঁছেছে ২৩০ কোটি পাউন্ডে। এই সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ক্রুবিহীন আকাশযান, নতুন যুদ্ধ সরঞ্জাম প্রভৃতি।

ও প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলা বর্বরোচিত। বিশ্বের কাছে এ যুদ্ধের অসারতা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেনের সাধারণ মানুষের পাশে যুক্তরাজ্য থাকবে, যাতে পুতিন ইউক্রেনে ব্যর্থ প্রমাণিত হন বলেও মন্তব্য করেন তিনি।

ইউক্রেনে ট্যাংক- বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো সামরিক সহায়তা যুক্তরাজ্যই প্রথম দিয়েছে। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণও দিয়েছে যুক্তরাজ্য।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়