বাইডেনের সেই ঘোষণায় যা বলল রাশিয়া

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৪৪, বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১৬ আষাঢ় ১৪২৯
বাইডেন-পুতিন

বাইডেন-পুতিন

ইউক্রেনে মস্কোর সামরিক হস্তক্ষেপ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইউরোপে মার্কিন সামরিক শক্তিবৃদ্ধির যে ঘোষণা জো বাইডেন দিয়েছেন তাতে রাশিয়া মোটেও ভীত নন বলে জানিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সাংবাদিকদের বলেন, আমি মনে করি  যারা এই ধরনের সমাধানের প্রস্তাব করেন তারা এই বিভ্রমের মধ্যে আছেন যে তারা রাশিয়াকে ভয় দেখাতে সক্ষম হবেন, কোনো ভাবে আটকাতে পারবেন।

তবে তারা সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, আমাদের সামর্থ্য এবং সম্পদ আছে। এখন যা ঘটছে তা অবশ্যই আমাদের পক্ষ থেকে ক্ষতিপূরণমূলক ব্যবস্থা গ্রহণে বাধ্য করবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউরোপে ন্যাটো বাহিনীতে মার্কিন শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার সময় বাইডেন বলেন, এই বাড়তি সেনা মোতায়েনের প্রয়োজনীতা ‘আগে ছিল না’। মাদ্রিদে অনুষ্ঠিত ট্রান্সআটলান্টিক জোটের শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ন্যাটোকে ‘স্থল, আকাশ এবং সমুদ্র–প্রত্যেকটি ক্ষেত্রেই সব দিক দিয়ে শক্তিশালী করা হবে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়